Tuesday, February 14, 2012

আজকের স্মরণীয় বিশ্ব ভালবাসা দিবসে আমরা ৮ জন

প্রস্তুতিতে আমরা ক'জন ,স্থানঃ রংপুর রেল স্টেশন।
চকলেট নিচ্ছে ২ শিশু , স্থানঃ রংপুর  রেলওয়ে প্লাটফর্ম।

আজকের বিশ্ব ভালবাসা দিবস স্মরণীয় হয়ে থাকবে। আমরা ৮ জন (সাধন, সজল, ফারুক, কৌশিক, মিজান, মিলন, সাবা, তমা) বন্ধু প্রায় ৫০০ শিশুকে চকলেট খাওয়াইছি। আমাদের স্লোগান ছিল- "Love for All" শুরু করেছিলাম রংপুর রেল স্টেশনের প্লাটফর্ম থেকে। তারপর রেল বস্তি, লালবাগ হয়ে কারমাইকেল কলেজ ক্যাম্পাস ও কলেজিয়েট প্রাথমিক বিদ্যালয়। সবচেয়ে ভালোলেগেছিল রেলওয়ে পশ্চিম বস্তি ও কারমাইকেল কলেজিয়েট প্রাইমারী স্কুলে। রংপুর রেল স্টেশনের যাত্রীদের আন্তরিকতা, বস্তির শিশুদের চকলেটের প্রতি আগ্রহ আর কলেজিয়েট প্রাইমারীর কচি-কাঁচাদের ভালোবাসা ও সান্নিদ্ধ আজকের দিনটা সার্থক করেছে।  তাদের সাথে সময় কাটাতে পেরে অ-নে-ক ভালো লাগলো। সত্যি, মানুষকে ভালবাসার মধ্যে এক অন্যরকম আনন্দ আছে।
রেল বস্তিতে শিশুদের সাথে আমাদের একজন

আমাদের সাথে আড্ডায় কিছু পথশিশু

No comments: