Monday, June 4, 2012

মিছে ৬ (ছয়) ঘন্টা কেড়ে নিলো রেলওয়ে। প্রত্যাশা উন্নত রেল ব্যবস্থার

৩৩ তম B.C.S. এর প্রিলিঃ পরীক্ষা দিতে রাজশাহী গিয়েছিলাম। ছোট মামা রাজশাহী BCSIR (বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষনা কেন্দ্র) চাকুরী করে। তাই মামার কাছে ২ দিন থাকার পর ০৪-০৬-২০১২ ইং ট্রেনে আসার জন্য সকাল সাড়ে পাঁচটায় স্টেশনে গিয়ে লাইনে দাড়িয়েছিলাম টিকিট কাটার জন্য। টিকিট পেলাম ঠিকই, কিন্তু কোন আসন নং পেলাম না। ট্রেন ছাড়ল ৬ টা ৩০ মিনিটে। একটা ফাকা সিটে বসে নাটোর পর্যন্ত আসার পর এক ভদ্রলোক এসে বললেন “এটা আমার সিট।” কি আর করা, ছেড়ে দিলাম সিটটা। তারপর দাঁড়িয়ে দাঁড়িয়ে হিলি পার হয়ে আবারও একটা বসার যায়গা পেলাম। কিন্তু পার্বতীপুর এসে দেখি লালমনিহাটগামী কমিউটার ট্রেনটি ইতমধ্যে চলেগেছে। তখন প্রায় পৌনে একটা বাজে। লালমনিহাটের ট্রেনের জন্য অপেক্ষা করতে হল বিকাল ৩:৫০ মিঃ পর্যন্ত। ট্রেন ছাড়ল ঠিক সময়, কিন্তু হায় শ্যামপুর এসে আবারও দেড় ঘন্টা বসে থাকতে হল ট্রেনের ক্রসিং এর জন্য। অবশেষে লালমনিহাট পৌছলাম রাত ৮:৫৫ মিনিটে।

অথচ, সবকিছু ঠিক থাকলে আমার লালমনিহাটে পৌছার কথা বিকাল ৩ টার মধ্যে। বাংলাদেশ রেলওয়ের কাছে প্রশ্ন- আমার মত শত শত ট্রেন যাত্রীর সময় নষ্ট করা কবে বন্ধ হবে?

No comments: