আমার সম্পর্কে

"‍‍রংপুর হামার বাড়ী বন্ধু রে, আইসেন হামার বাড়ী ..........."

হ্যা, বলছিলাম রংপুরের ভাওয়াইয়া গানের একটি লাইন। বাংলাদেশের উত্তারাঞ্চলের লালমনিরহাট জেলায় শৈশব ও কৈশোর কাটিয়েছি। তুষভান্ডার আর এম এম পি সরকারি উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এর পর ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজ হতে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সমাপ্ত করি।ঐতিহ্যবাহি রংপুরের কারমাইকেল কলেজ থেকে অর্থনীতি বিষয়ে সম্মান ও স্নাকোত্তর সম্পন্ন করেছি।
কারমাইকেল কলেজ জীবনে অসংখ্য স্মৃতি এখনো জ্বলজ্বল করে। সেসময় সাংবাদিকতা, কবিতা আবৃত্তি, বিতর্ক, আল্পনা, মঞ্চ নাটক, মঞ্চ সজ্জা, অনলাইন রেডিও, উপস্থাপন ও সঞ্চালনা, প্রকাশনাসহ নানা রকম সৃজনশীল কাজে যুক্ত ছিলাম। এছাড়াও বিভিন্ন NGO র  স্বেচ্ছা সেবক হিসেবে পথশিশু, ছিন্নমূল শিশু ও বস্তির শিশুদের নিয়ে শিক্ষা, সচেনতা ও জরিপ এর কাজ করেছি। সেসময় কবিতা আবৃত্তি ছিল একরকম নেশার মতো। দেশ বরেণ্য অনেক আবৃতিকারদের সাথে বিভিন্ন জায়গায় আবৃত্তি করেছি। এক সময় নিষ্ঠার সাথে www.uttorbangla.com ও দৈনিক বাহের সংবাদ পত্রিকায় বার্তা সম্পাদক এর দায়িত্ব পালন করেছি। বর্তমানে 'রবি আজিয়াটা লিমিটেড' এর কর্পোরেট অফিস এ ফিনান্স বিভাগে 'স্পেশালিস্ট' পোস্টে চাকরি করছি ২০১৫ সাল থেকে।
সবাই পৃথিবীতে জন্মগ্রহন করি আর মৃত্যুর মধ্যদিয়ে বিদায় নেই। আমি অসাধারণ হতে চাই না। তবে সাধারণের মধ্যে থেকে সমাজ-রাষ্ট্রের জন্য কিছু করতে চাই, যা আমার অন্তিম বেলায় আমাকে তৃপ্ত করবে। মৃত্যুর আগে যেন একটি প্রশান্তি নিয়ে যেতে পারি - মানুষের জন্য কিছু করতে পেরেছি। মানুষের ভালবাসা পাওয়াই আমার কাম্য। আমি স্বপ্ন দেখি সামনে এগিয়ে যাওয়ার। স্বপ্ন দেখি একটি নতুন বাংলাদেশের। 


আরও যদি জানতে চান, ফেসবুকে দেখুন........


No comments: