Friday, July 6, 2012

এক বর্ষার প্রতিক্ষা.....

একদিন বৃষ্টিতে ভিজে আমার জ্বর হয়েছিল। রাগ করে ফোন বন্ধ রেখেছিলে, অভিমানে কথা বলনি ৩ দিন। অথচ এখন তুমি কত দুরে। হয়তো জানোই না, আমি কেমন আছি। আমি এখনও বৃষ্টিতে ভিজি। তবে তোমায় রাগাতে বা কষ্ট দিতে নয়, কষ্ট পেতেও নয়। শুধু প্রতিক্ষায় থাকি….. কোন এক বর্ষা আমার স্মৃতিকে ধুয়ে দিয়ে যাবে। 


আমার সকল পোস্ট দেখতে এখানে ক্লিক করুন

No comments: