Friday, July 6, 2012

এক বর্ষার প্রতিক্ষা.....

একদিন বৃষ্টিতে ভিজে আমার জ্বর হয়েছিল। রাগ করে ফোন বন্ধ রেখেছিলে, অভিমানে কথা বলনি ৩ দিন। অথচ এখন তুমি কত দুরে। হয়তো জানোই না, আমি কেমন আছি। আমি এখনও বৃষ্টিতে ভিজি। তবে তোমায় রাগাতে বা কষ্ট দিতে নয়, কষ্ট পেতেও নয়। শুধু প্রতিক্ষায় থাকি….. কোন এক বর্ষা আমার স্মৃতিকে ধুয়ে দিয়ে যাবে। 


আমার সকল পোস্ট দেখতে এখানে ক্লিক করুন

Saturday, June 30, 2012

আর কত বাড়বে মুক্তিযোদ্ধা কোটার লেজ?

এভাবে আর কতো দিন ‘বেকার’ থাকবো????????????????
দেশের শত শত বেকার ছেলেরা যে কিভাবে দিন কাটায় তা আগে বুঝতাম না।
এখন একটু একটু করে টের পাচ্ছি।
.....................................................

১৯৭১ এ যারা দেশের জন্য জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন, অবশ্যই তারা সম্মানের পাত্র ও জাতির গৌরব। তাদের জন্য মাসিক ভাতা, আর্থিক সহায়তা প্রদানকে সমর্ন করি। তাদের সন্তানদের কে চাকুরী ক্ষেত্রে কোটা সুবিধা কে ও মেনে নিয়েছি।

কিন্তু, মুক্তিযোদ্ধা কোটার লেজ যেভাবে বেড়ে চলছে তা অতিরঞ্জিত। ঠাকুর দাদা কিংবা দাদুর ভালো কাজের সুফল তার নাতি-নাতনিরা পাবে।
-তাই যদি হবে, তাহলে রাজাকার, আল-বদর, আল-সামস সহ সকল যুদ্ধাপরাধীদের সন্তান ও তাদের সন্তানদের কে কেন বাংলাদেশের সরকারী চাকুরী থেকে বঞ্চিত বা চাকুরীতে বিশেষ শর্ত আরোপ করা হবে না???????
একদিকে কোটার পাল্লা ভারি হচ্ছে, অন্য দিকে সাধারন মানুষের যায়গা কমে যাচ্ছে।
তাই বাংলাদেশ সরকারের উচিৎ আগে- যুদ্ধাপরাধীদের সন্তান ও তাদের সন্তানদের কে বাংলাদেশের সরকারী চাকুরী থেকে বঞ্চিত বা চাকুরীতে বিশেষ শর্ত আরোপ করা। তার পর, মুক্তিযোদ্ধা কোটার লেজ বাড়ানো।

দেশের সরকার বদল হয় ঠিকই, কিন্তু সত্যিকার অর্থে মুক্তিযোদ্ধাদের উন্নয়ন হয়েছে কি? ইতোপূর্বে দেখেছি- বিভিন্ন সরকার মুক্তিযোদ্ধাদের সুযোগ সুবিধা বাড়িয়ে সরকারের প্রতি সমর্থন ধরে রাখার চেষ্টা করেছে। কোন সরকার দেশকে কি দিয়েছে বা দিতে পারে তা জনগন ইতোমধ্যেই বুঝে গেছে। এই দেশে একটা ভালো কাজ করতেও অনেক বাধার সম্মুখিন হতে হয়। যুদ্ধাপরাধীদের বিচার ঝুলে আছে, কেউ জানে না এ বিচার কার্য কবে শেষ হবে। কিছু অপশক্তি ছাড়া সবাই সে বিচার দেখার জন্য প্রহর গুনছে।
......................................................................................

বিঃ দ্রঃ পোস্টটি পড়ে অনেকে আমায় দেশদ্রেহী বা মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তিও মনে করতে পারেন। আমি এ দুটোর একটিও না। আমার পরিচয়- আমি এ দেশের একজন সাধারন নাগরিক। আর অভিযোগ থাকলে ব্লগে কমেন্ট করুন

Monday, June 4, 2012

মিছে ৬ (ছয়) ঘন্টা কেড়ে নিলো রেলওয়ে। প্রত্যাশা উন্নত রেল ব্যবস্থার

৩৩ তম B.C.S. এর প্রিলিঃ পরীক্ষা দিতে রাজশাহী গিয়েছিলাম। ছোট মামা রাজশাহী BCSIR (বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষনা কেন্দ্র) চাকুরী করে। তাই মামার কাছে ২ দিন থাকার পর ০৪-০৬-২০১২ ইং ট্রেনে আসার জন্য সকাল সাড়ে পাঁচটায় স্টেশনে গিয়ে লাইনে দাড়িয়েছিলাম টিকিট কাটার জন্য। টিকিট পেলাম ঠিকই, কিন্তু কোন আসন নং পেলাম না। ট্রেন ছাড়ল ৬ টা ৩০ মিনিটে। একটা ফাকা সিটে বসে নাটোর পর্যন্ত আসার পর এক ভদ্রলোক এসে বললেন “এটা আমার সিট।” কি আর করা, ছেড়ে দিলাম সিটটা। তারপর দাঁড়িয়ে দাঁড়িয়ে হিলি পার হয়ে আবারও একটা বসার যায়গা পেলাম। কিন্তু পার্বতীপুর এসে দেখি লালমনিহাটগামী কমিউটার ট্রেনটি ইতমধ্যে চলেগেছে। তখন প্রায় পৌনে একটা বাজে। লালমনিহাটের ট্রেনের জন্য অপেক্ষা করতে হল বিকাল ৩:৫০ মিঃ পর্যন্ত। ট্রেন ছাড়ল ঠিক সময়, কিন্তু হায় শ্যামপুর এসে আবারও দেড় ঘন্টা বসে থাকতে হল ট্রেনের ক্রসিং এর জন্য। অবশেষে লালমনিহাট পৌছলাম রাত ৮:৫৫ মিনিটে।

অথচ, সবকিছু ঠিক থাকলে আমার লালমনিহাটে পৌছার কথা বিকাল ৩ টার মধ্যে। বাংলাদেশ রেলওয়ের কাছে প্রশ্ন- আমার মত শত শত ট্রেন যাত্রীর সময় নষ্ট করা কবে বন্ধ হবে?

Thursday, February 16, 2012

খোলা আকাশের নিচে সুখের নিদ্রা

খোলা আকাশের নিচে সুখের নিদ্রা
ছবিটি তুলেছিলাম ১৪ ফেব্রুয়ারী 2012 রংপুর লালবাগ রেলগেট ও স্টেশন এর মাঝে।

Tuesday, February 14, 2012

আজকের স্মরণীয় বিশ্ব ভালবাসা দিবসে আমরা ৮ জন

প্রস্তুতিতে আমরা ক'জন ,স্থানঃ রংপুর রেল স্টেশন।
চকলেট নিচ্ছে ২ শিশু , স্থানঃ রংপুর  রেলওয়ে প্লাটফর্ম।

আজকের বিশ্ব ভালবাসা দিবস স্মরণীয় হয়ে থাকবে। আমরা ৮ জন (সাধন, সজল, ফারুক, কৌশিক, মিজান, মিলন, সাবা, তমা) বন্ধু প্রায় ৫০০ শিশুকে চকলেট খাওয়াইছি। আমাদের স্লোগান ছিল- "Love for All" শুরু করেছিলাম রংপুর রেল স্টেশনের প্লাটফর্ম থেকে। তারপর রেল বস্তি, লালবাগ হয়ে কারমাইকেল কলেজ ক্যাম্পাস ও কলেজিয়েট প্রাথমিক বিদ্যালয়। সবচেয়ে ভালোলেগেছিল রেলওয়ে পশ্চিম বস্তি ও কারমাইকেল কলেজিয়েট প্রাইমারী স্কুলে। রংপুর রেল স্টেশনের যাত্রীদের আন্তরিকতা, বস্তির শিশুদের চকলেটের প্রতি আগ্রহ আর কলেজিয়েট প্রাইমারীর কচি-কাঁচাদের ভালোবাসা ও সান্নিদ্ধ আজকের দিনটা সার্থক করেছে।  তাদের সাথে সময় কাটাতে পেরে অ-নে-ক ভালো লাগলো। সত্যি, মানুষকে ভালবাসার মধ্যে এক অন্যরকম আনন্দ আছে।
রেল বস্তিতে শিশুদের সাথে আমাদের একজন

আমাদের সাথে আড্ডায় কিছু পথশিশু

Sunday, February 12, 2012

স্মরণীয় হোক বিশ্ব ভালবাসা দিবস'২০১২

আসুন, ভ্যালেন্টাইন ডে ( বিশ্ব ভালোবাসা দিবস) এ রংপুরের কিছু ছিন্নমূল/পথশিশু/অবহেলিত শিশুদের সাথে একটু সময় কাটাই। ওদেরকে একটু ভালোবাসা দিয়ে বুঝিয়ে দেই, ওরাও সমাজের একটা অংশ। ১৪ ফেব্রুয়ারি, সকাল ১১ টা থেকে -দুপুর ১:৩০ মিঃ। আমাদের সাথে যোগ দিতে/ বিস্তারিত জানতে, যোগাযোগ করতে পারেন আমার ফোনে- ০১৭১৭৬৭৭২২০ অথবা- ০১৭১১০৬৮৫৮৫(সজল)।

Saturday, February 11, 2012

Google Doodle for 21 February (International Mother Language Day)

আমরা সবাই যদি অন্তত একটি করে ইমেল থেকে গুগলে মেইল করি তবেই হবে - ২১শে ফেব্রুয়ারীতে আমাদের ডুডোল


 ইমেল করার জন্য-
নিচের ছোট্র মেইলটি গুগল এর কাছে পাঠিয়ে দিন অথবা নিজের মতো কাস্টমাইজ করে দু চারটা লাইন যোগ করে দিতে পারেন | মেইলটুকু লিখে পাঠিয়ে দিন proposals@google.com এই ঠিকানায় |

যেভাবে মেইলটি করতে হবে :

Dear Doodle Team,
Please give a Doodle for 21 February - International Mother Language Day.
For instance please have a look of these URL’s for consideration that this day had already been got international recognition:

UNESCO Link: http://goo.gl/q88xW
United Nation Link: http://goo.gl/xMcsf
Wikipedia Link: http://goo.gl/9Xikq

We wished to select a doodle logo for our own made, if you wish to select please take a look for it at attachment. If you want to redesign the Doodle it will be appreciated too.


Thanks
Your Name (আপনার পুরো নাম ইংরেজীতে)
A Proud Citizen of Bangladesh.